বিনোদন ডেস্ক
সম্প্রতি প্রকাশ পেয়েছে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ‘মডার্ণ কাপল’। এতে অভিনয়ে ছিলেন জোবান ও তানজিন তিশা। নাটকটি প্রকাশের পর থেকে দর্শকদের ভালো ভালো মন্তব্য পাচ্ছেন। সমাজের বর্তমান চিত্র ফেসবুকে আসক্ত হওয়ার পরিণতি নিয়ে সাজানো হয়েছে নাটকটি।
নাটকটিতে ‘তোর না থাকাতে’ শিরোনামের একটি গান আছে। যেটি এম এ আলম শুভ’র লেখা। সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন আভরাল সাহির ও সায়েবা সাকী৷ নাটক প্রকাশের পর থেকে শ্রোতারা গানটি পেতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউটিউব। খুব শীগ্রই গানটি প্রকাশ করা হবে বলে জানান।