1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

বইমেলায় প্রবেশে লাগবে কি টিকা সনদ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বিকেল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ এড়াতে এবারের বইমেলায় প্রবেশে টিকা সনদ লাগতে পারে বলে বেশ কিছুদিন নানা আলোচনায় উঠে এসেছে । তবে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ গতকাল জানিয়েছেন, দর্শনার্থীদের কোনও টিকা সনদ দেখাতে হবে না। প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মেলায় প্রবেশের আগে দর্শনার্থীদের স্যানিটাইজ করা হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্যসচিব ড. জালাল আহমেদ, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, বইমেলার স্পন্সর প্রতিষ্ঠান বিকাশ-এর চিফ মার্কেটিং অফিসার নহবত আলী প্রমুখ।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla