শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিলেটে আসছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের দুই জন মুখপাত্র শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ শেষে এ তথ্য জানান।
তারা বলেন, শিক্ষামন্ত্রী আলোচনার জন্য আগামীকালই সিলেট আসতে পারেন। কোথায় আলোচনা হবে সে বিষয়ে আমাদের অভিমত জানতে চেয়েছেন। আমরা নিজেরা জরুরি সাধারণ সভা করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো। তবে আমরা অবশ্যই ক্যাম্পাসেই উনার সঙ্গে কথা বলতে চাই।
শিক্ষামন্ত্রীর সিলেট সফর নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে প্রথম থেকে শিক্ষামন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যোগাযোগ রক্ষা করছিলেন। তার মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কলে শিক্ষার্থীদের বৈঠকও হয়।সবটুকু জানতে এখানে ক্লীক করুন