আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এ প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানাগেছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমরা ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছি। এর আগে পরেও আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
করোনার প্রাদুর্ভাবে সংক্ষিপ্ত পরিসরে নেওয়া হয়েছে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুধুমাত্র নৈর্বাচনিক তিনটি বিষয়ের ছয় পত্রে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়। প্রতিটি পত্রে নেওয়া হয় ৫০ নম্বরের পরীক্ষা। আর অন্য বিষয়গুলোতে আগের পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। সবটুকু জানতে এখানে ক্লীক করুন