গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মারা যাওয়ার ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে এক প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন বন অধিদফতরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ। এ সময় তিনি জানান, ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে তার স্থলে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহে ৩টি ও পরপর আরও ৮ টি জেব্রার মৃত্যু হয় এই পার্কে। অজ্ঞাত রোগে মারা যায় একটি বাঘও। আর চাঞ্চল্যকর এমন রহস্যজনক ঘটনা ঘটলেও পার্ক কর্তৃপক্ষের লোকজন এসব এড়িয়ে যায়। এমনকি প্রত্যাহারকৃত এসিএফ তবিবুর রহমান সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়। এছাড়া তিনি তার মনোনীতদের দিয়ে যাচ্ছেতাই টাইপের মনগড়া রিপোর্ট করায়। সবটুকু জানতে ক্লিক করুন