এ ছাড়া চলমান সংকট নিরসনে সিলেটে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানানো হয়।তাঁকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে মিছিল, সড়কে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অহিংস আন্দোলন চালাবেন।
সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুণ্ডুকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।’সবটুকু জানতে এখানে ক্লীক করুন