চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি দুটি অ্যাম্বুলেন্স থাকলেও গত ছয় মাস ধরে চালকের গাফিলতিতে অ্যাম্বুলেন্স দুটি তালাবদ্ধ রয়েছে। এতে করে জরুরি প্রয়োজনে রোগীরা পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের সেবা। বাধ্য হয়ে চট্টগ্রামে রেফার করা রোগীদের এই হাসপাতাল থেকে নিয়ে যেতে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে স্বজনদের।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স দুই কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। একটি চলাচলের উপযোগী দেখা গেলেও আরেকটি একেবারেই জরাজীর্ণ অবস্থা। সরকারি এই দুই অ্যাম্বুলেন্সের কার্যকারিতা না থাকলেও সেই সুযোগে হাসপাতালের গেটের বাইরে তিনটা বেসরকারি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেবা নিতে আসা রোগীর স্বজন এমরান হোসাইন অভিযোগ করেন, আজকে আমার ভাতিজিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার জন্য হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে কষ্ট করে বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স এনে ভাতিজিকে নিয়ে যেতে হচ্ছে। আমাদের আগে এগই বাঁচাতে হচ্ছে।সবটুকু জানতে এখানে ক্লীক করুন