ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার তথ্যটি জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক টুইটে জয়শঙ্কর বলেন, যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে করোনা-সংক্রান্ত প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।