ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, চারশত গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯২২০ টাকা, একটি ওজন পরিমাপ করার যন্ত্র (নিক্তি) উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. মৌজে আলী জমাদ্দারের ছেলে মো. বায়জিদ হোসেন জমাদ্দর (১৯)। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, (২৪জানুয়ারি) রাতেই বায়জিদের বিরুদ্ধের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে (২৫জানুয়ারি) মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, বায়জিদের বিরুদ্ধে আগেরও দুই মাদক মামলা রয়েছে।