মোঃ আলবিন আনোয়ারা থেকে
নারী সংগঠক, শিল্পোদ্যক্তা লায়ন দিলুয়ারা কামালের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় আনোয়ারায় বিনামূল্যে ২ হাজার রোগীর চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল। ১৫ জানুয়ারী (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লায়ন নূর নবী কামাল ,আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দীন, লায়ন মাহবুবা কামাল,ডাঃ শুভ চক্রবত্তী,ডাঃ রায়সা ওয়াহেদ,ডাঃ জেনি জাহান, ডাঃ আলাউদ্দিন,ইউপি সদস্য ওয়ারেস আহমদ চৌধুরী, এলোয়ারা খুশি,পরৈকৌড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেলিম মামুন, সমাজসেবক মোঃ ইলিয়াস উদ্দিন,যুবলীগ সদস্য ও ব্যাংকার খোরশেদুল ইসলাম। আয়োজনের তত্ত্বাবধায়নে ছিলেন মুজিবুল ইসলাম, নাজিম উদ্দিন মধু, জাহেদুল ইসলাম, এরশাদুল ইসলাম, রুহুল কুদ্দুস, নাজিম উদ্দিন মিশু সহ আরো অনেকে। উক্ত চক্ষু শিবির আয়োজনের অন্যতম পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা, সংগঠক ও ব্যাংকার মাউসুফ উদ্দিন মাসুম। চক্ষু শিবির আয়োজনের উদ্যোক্তা, নারী সংগঠক দিলুয়ারা কামাল বলেন-সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চোখের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেছি।আর আমার এই সকল জনহিতকর, কল্যাণমুখী সামগ্রিক কাজের অনুপ্রেরনা আমার নেতা, মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি মহোদয়। আমার নেতার রাজনীতির দর্শন ই হচ্ছে মানবসেবা, আর সে পথেই যেনো নেতার একজন কর্মী হিসেবে নিজেকে ধাবিত রাখতে পারি সে দোয়ায় করবেন।