আনোয়ারা প্রতিনিধি
অবশেষে আনোয়ারার পারকী মদিনাতুল উলুম ফোরকানীয় মাদ্রাসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও সংঘাতের আশঙ্কা কেটে গেল ।ইতিপূর্বে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের দুধকুমড়া (পারকী) গ্রামে একটি নুরানী মাদ্রাসাকে কেন্দ্র করে দু’পক্ষের টানটান উত্তেজনা চলছিল। দুই দফায় সংঘর্ষ এবং হতাহতও হয়েছে। হয়েছে দোকান ভাংচুরসহ ক্ষয়ক্ষতিও।বিষয়টি আমলে নিয়ে এই ইউনিয়নের নব নির্বাচিত সফল চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ উভয় পক্ষের মধ্যে সমজোতা করে দেন। স্হানীয় এলাকাবাসী ও প্রতিবেশী লোকজন এই সমস্যার সমাধান হওয়ায় আতংকিত জনগণ এখন স্বস্তির নিস্বাস ফেলছে।
এদিকে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে নঈম উদ্দিনের সিসিটিভি ক্যামেরাসহ দোকান ভাংচুর হয়।ক্ষতি হয় দোকান ও মালামালের। এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদনও করে নঈম উদ্দিন । গুন্ধীপ নিবাসী গ্রাম পুলিশ সাহাব উদ্দিন ওই দোকান ভাংচুরে সহায়তা দেয় বলে নঈম উদ্দিন অভিযোগ করে।দোকানের ক্ষতিপূরণ দাবী করছে ওই দোকানের মালিক নঈম উদ্দিন ।