খিচুড়ি রান্না করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। শুনে অবাক হচ্ছেন? তবে এই ঘটনা শোনার পর আপনি সত্যিই তাজ্জব বনে যাবেন। চুরি করতে এসে চুরির মাঝপথে খিচুড়ি রান্না করতে বসে পুলিশের হাতে ধরা খেয়েছেন এক চোর। এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের আসামের গুয়াহাটিতে।
এ নিয়ে গুয়াহাটি পুলিশ টুইটে বলেছেন, এ হলো এক খিচুড়ি চোরের গল্প ! এই খাবার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তবে চুরি করতে গিয়ে এমন কাজ করলে ধরা পড়ার ভয় থাকছেই৷ চোর ধরা পড়েছে এবং গুয়াহাটি পুলিশ তাকে এখন গরম খাবার দিচ্ছে। সবটুকু জানতে ক্লিক করুন