তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
ভারতে করোনায় সংক্রমণ বেড়ে চলেছে। শুধু শনিবারেই আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৭৫ জন। আর ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছে ১৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৫৩ জন। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি হচ্ছে। এই বিধিনিষেধ ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
গতকাল রবিবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার ৩ জানুয়ারি থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। যারা এসব প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজকর্ম করেন তারা আসতে পারবেন। তবে একসঙ্গে ৫০ শতাংশের বেশি কর্মী কর্মস্থলে আসতে পারবেন না। একই নিয়ম রাজ্যের সব সরকারি এবং বেসরকারি অফিসেও চালু থাকবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। চলবে না কোনো যানবাহন। জরুরি প্রয়োজনে এই বিধিনিষেধে ছাড় দেওয়া হবে। সবটুকু খবর পড়তে ক্লীক করুন