ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় নারীসহ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত এক নারী ও এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর তীরে চর থেকে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। অপর দিকে, সকাল সাড়ে ১১টায় বিষখালী নদী তীরবর্তী ডহরশংকর এলাকার চর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। পরে নারীর লাশটি ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে এবং যুবকের মৃতদেহ রাজাপুর থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।সবটুকু জানতে ক্লিক করুন