২৮ ডিসেম্বর পটিয়া উপজেলা ১৫নং ছনহরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মিলন দে স্থানীয় হলে সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মিলন দে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলা ইউপি নির্বাচনে আমি ছনহরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। ভোট কেন্দ্রে দুপুরের দিকে বহিরাগত সন্ত্রাসীরা আসলে এলাকাবাসী বাধা দেয়, এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি হামলায় মারাত্মক আহত করে আমাকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। আমি মারা গেছি মনে করে তারা পার্শ্ববর্তী হিন্দু পরিবারের উপর নির্যাতন ও হামলা চালায়। এতে এলাকায় বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ আমাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল এ ভর্তি করায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। উক্ত নির্বাচনে কারচুপি ও সীল ছাড়া ব্যালট গণনা করে অপর প্রার্থী দিলীপ সরকারকে আপেল মার্কায় বিজয়ী ঘোষণা করা হয়। আমি উক্ত নির্বাচনে যথেষ্ট কারচুপি অভিযোগ করি এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ভোট পুন:গণনার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ, মিশু দে, রবিন দে, সৈকত দে, সঞ্জয় দে, শিমুল দে, স্বরূপ চৌধুরী, আদিত্য চক্রবর্তী, রুবেল দে, উজ্বল দে, ইশু দে প্রমুখ।