এম. জসিম উদ্দিন
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করার দায়ে চট্টগ্রামের তিন উপজেলার ২০ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
গত ৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আওয়ামীলীগের কার্যকরি পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রসংগত, আগামী ৫ জানুয়ারী উল্লেখিত উপজেলাসমুহের নির্বাচন অনুষ্ঠিত হবে ।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপরিশ পাঠানো হয়েছে।
আনোয়ারা
৩নং রায়পুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন শরিফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রবাসী ফজলুল কাদের। বরুমচড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর। সদর ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম টিপু ও বারশত ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল হক চৌধুরী।
বোয়ালখালী
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন সোহেল। সারোয়াতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এ এম এম ইউসুফ চৌধুরী।
চরণদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান। ৮ নং শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।
চন্দনাইশ
কাঞ্চনাবাদ ইউনিয়নে আবদুস শুক্কুর, হাশিমপুর ইউনিয়নে আলমগীর ইসলাম, আমির সাইফুদ্দীন ও মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়নে মোরশেদুল আলম, বরমা ইউনিয়নে জাবেদ গাউছ মিল্টন ও খোরশেদুল আলম টিটু, বরকল ইউনিয়নে আবদুর রহিম ও রাশেদুল আলম, বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড.আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।
বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যেসব নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। প্রসংগত বিদ্রোহী ২০ বহিষ্কারের মধ্যে ১ জন রাজাকারপুত্রও রয়েছেন।