ঝালকাঠিতে অগ্নিকাণ্ডের শিকার অভিযান-১০ লঞ্চে নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শহরের পৌর মিনিপার্ক এলাকায় ডিএনএ টেস্টের জনু নমুনা সংগ্রহ শুরু হয়। ঢাকা ফরেনসিক বিভাগ, বরিশালের ক্রাইম সিন ও ঝালকাঠির সিআইডির সমন্বয়ে একটি টিম ডিএনএ-এর নমুনা সংগ্রহ শুরু করেছে।
অভিযান-১০ লঞ্চে দগ্ধ হয়ে নিহত ৩৯ জনের মধ্যে ২৩ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের বাবা-মা, ভাই-বোন ও সন্তানদের মধ্যে যে কোনো এক জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা ফরেনসিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমাদের দুটি টিম মাঠে রয়েছে। একটি বরগুনায়, আরেকটি ঝালকাঠিতে। ঝালকাঠিকে আজ তিন জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে যারা তাদের স্বজন হারানোর দাবি করছে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।সবটুকু জানতে ক্লিক করুন