এম, দিদারুল আলম
বিশ্ব অলি শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক,)’র ৯৩তম ১০ পৌষ পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী শীর্ষক সেমিনার ১৮ ডিসেম্বর ২১’ শনিবার ফটিকছড়ি ধর্মপুর আজাদী বাজার হক স্কয়ার কমিনিউটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ধর্মপুর দায়মুল্লাহ তালুকদার বাড়ী শাখার সভাপতি আবুল কালামের সঞ্চালনায় সেমিনারে উদ্ভোধক ছিলেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এম,এ কাইয়ূম। এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘ঘ, জুনের সমন্বয়ক মাষ্টার মু্হাম্মদ নাসির উদ্দীন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মু্হাম্মদ আবু তৈয়ব ও প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহ অধ্যাপক মাওলানা ড.মু্হাম্মদ জাফর উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা শান্ত – মরিয়াম ইউনিভারসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক ড. নিজাম উদ্দীন জামি।
বিশেষ অতিথি ছিলেন- মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ক, খ, গ, ও ঘ জোনের সমন্বয়ক বৃন্দ ।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, ১৬ নং সমিতির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন আর রশিদ, ১৭ নং জাফত নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দীন জিয়া, ২১ নং খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু্হাম্মদ সোহারব হোসেন সৌরভ। পরিশেষে মিলাদ ক্বিয়াম ও আখেরী মোনাজাত করেন উম্মুল আশেকীন মানোয়ারা বেগম হেফজখানা ও এতিম খানার সিনিয়র শিক্ষক মাওলানা মু্হাম্মদ আবুল কালাম মাঃজিঃআ। সেমিনারে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। এতে সেমিনার পরিচালনা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন হাজী মু্হাম্মদ মুছা, এম,ফারুক মু্হাম্মদ রায়হান, এম, জাহেদ, কালাম, আজম, টিপু, আরিফুল ইসলাম, ইয়াছ, সরোয়ার। আখেরী মুনাজাতের পর তবারুক বিতরণের মাধ্যেমে অনুষ্ঠান সমাপ্ত হয়।