এম, দিদারুল আলম
ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন দক্ষিণ খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার বার্ষিক সভাও ঈদে মিলাদুন্নাবী (সাঃ) ফাতেহা এয়াজদাহুম সহ আওলীয়ায়ে কিরামের ফাতেহা ও এলাকার মুরব্বিদের মাগফিরাত কামনায় ইছালে ছাওয়াব মাহফিল ২০শে ডিসেম্বর ২১” সোমবার অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মাওলানা এম, দিদারুল আলম ও মাওলানা রফিক উদ্দীনের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে এ বেতাগী আস্থানা শরীফের সাজ্জাদানেশীন পীরে তরীকত আল্লামা গোলামুর রহমান (আশরাফ শাহ)মাঃজিঃআ ।
এতে সভাপতিত্ব করেন খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলম। এতে উদ্ভোধনী বক্তব্য ও মাদরাসার বার্ষিক প্রতিবেদন পেশ করে অত্র মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) আল্লামা নাছির উদ্দীন আনসারি।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলারস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা এনাম রেজা আলক্বাদেরী।
এতে বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও লিখক আল্লামা সাইফুর রহমান ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্ঠা নানুপুর মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ আল্লামা হোসেন আহম্মদ ফারুকী।
বিশেষ মেহমান ছিলেন উস্তাজুল উলামা হযরতুলহাজ আল্লামা আব্দুস শাকুর আনসারী, আল্লামা ইলিয়াছ খাঁন আলক্বাদেরী, আল্লামা ইদ্রিস আনসারি। এতে বিশেষ অতিথি ছিলেন ২১ নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান সোহারব হোসেন সৌরভ, বিশিষ্ট সমাজ সেবক সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মেম্বার, ইউপি সদস্য এম,আব্দুল শুক্কুর, ইউপি সদস্য মো: নঈম উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য সাবেকুন নাহার শিমুল। সাবেক সভাপতি এম,সোলায়মান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আলীম উদ্দীন, আলহাজ্ব আবু তাহের প্রমুখ। এতে অত্র মাদরাসা পরিচালনা পরিষদের বিদায় সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম ও নির্বাচিত সভাপতি মফিজুর রহমানকে ক্রেষ্ট দিয়ে সম্বর্ধিত করা হয়।
একই দিন সকাল ৮টা হতে অত্র মাদরাসা শিক্ষক নুরুস শাহেদীনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মু্হাম্মদ মফিজুর রহমান। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ক্বাদেরীয়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব রাশেদুল আলম। শিক্ষার্থীদের একাধিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রয়াত মাদরাসার দাতা সদস্য কমিটি সদস্য শিক্ষকদের মাগফিরাত কামনায় মাওলানা ওসমান গণী, মাওলানা আব্দুল মালেক এম,দিদারুল আলম, মাওলানা সায়াদ উদ্দীন মাওলানা রফিক উদ্দীন, আমিনুল ইসলাম, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নঈম উদ্দীন, এম,মামুন উদ্দীন, একে আজাদ, নাহিদা আকতার, খালেদা আকতার সহ মাদরাসা ছাত্র-ছাত্রীদের মাধ্যেমে পবিত্র খতমে কোরআন,খতমে গাউছিয়া খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। খতম শেষে বিশেষ দোয়া করা হয় এবং মাহফিলের দিতীয় অধিবেশনে তাকরির ও প্রধান অতিথির আখেরি মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।