বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি জাতীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ জমির আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার এই উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও আলহাজ্ব মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ২৫শে ডিসেম্বর শনিবার বেলা ১১টায়, পল্টনস্থ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর এক আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার , বিশেষ বক্তা থাকবেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন আবুড়ী, এডোকেট মোহাম্মদ জসিম উদ্দিন ,আলহাজ্ব আকবর হোসেন পাঠান, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডাঃ হাজেরা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গণি সহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব ও আলহাজ্ব মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব কাজী আবুল খায়ের।
আলহাজ্ব মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলকে অনুরোধ করেছেন এবং মুসলিম লীগের সকল শাখা সমূহকে দিনট যথাযোগ্য মর্যাদায় পালনে অনুরোঢ জানিয়েছেন ।
এছাড়াও আজ ২৪শে ডিসেম্বর মরহূমের নিজ বাড়ি লক্ষীপুর জেলার রামগতির আলেকজান্ডারে তার মাজারে ফাতেহা পাঠ, কোরআন খতম ও পরিবারের পক্ষ্য থেকে সর্বস্তরের মানুষের জন্য মধ্যান্হ ভোজের আয়োজন করা হয়েছে।