দক্ষিণ আফ্রিকায় আবিষ্কারের পর থেকেই দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ধরন ওমিক্রন। যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। যা মহামারির সবচেয়ে খারাপ অংশের দিকে বিশ্ববাসীকে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা গেটসের। তাই তিনি নিজের আসন্ন ছুটির দিনের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করেছেন।সবটুকু জানতে ক্লিক করুন