বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় দুটি বাঁশের ভেলা থেকে এসব কাঠ জব্দ করা হয়।
জানা গেছে, একটি পাচারকারী সিন্ডিকেট কাঠগুলো নদী পথে পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বাঁশের ভেলা থেকে সেগুন কাঠগুলো উদ্ধার করি। ধারণা করা হচ্ছে- গাছের পরিমাণ প্রায় চারশ থেকে ছয়শ ঘনফুট হতে পারে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।