করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। যা দেশটিতে এই ধরনে আক্রান্ত কোনো ব্যক্তির প্রথম মৃত্যুর ঘটনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাস করতেন মারা যাওয়া অই ব্যক্তি। তিনি করোনাভাইরাসের প্রতিরোধে কার্যকর কোনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।
টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে অমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।সবটুকু জানতে ক্লিক করুন