সম্প্রতি ছায়াপথ মাল্টিমিডিয়া র অফিশিয়াল চ্যানেলে মঈন আহসান এর প্রযোজনায় মুক্তি পেয়েছে নাহিন এহসান এর কন্ঠে গান লুকোচুরি। যাতে মডেল ছিলেন মেধাবী আর্টিস্ট সরওয়ার জিহান ও আফরিন।
নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই মিউজিক ভিডিও। মাহফুজ ইমনে সংগীত পরিচালনায় গানের কথা, সুর ও পরিচালনায় ছিলেন নাহিন এহসান।
চট্টগ্রামের ছেলে সরওয়ার জিহান কে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন ” আসলে আমার কাছে সব ধরনের কাজ ই সমান। আমি শুরু থেকেই আশাবাদী ছিলাম আমার এই কাজ নিয়ে। মূলত আমি নাটকের মানুষ। মাঝে মাঝে মিউজিক ভিডিও করতাম। এখন থেকে সব জায়গায় নিয়মিত হবো। ইতিমধ্যেই বন্ধু তোমার জন্য, ইঁচড়ে পাকা, পোষ্টার ৭১, মেঘ বালিকার জন্য রূপকথা, IELTH সহ বেশ কয়েকটি নাটক , টেলিফিল্ম, স্বল্প দৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন। এছাড়াও দুই বাংলার জনপ্রীয় কন্ঠ শিল্পী শুভমিতা ব্যানার্জি র ” তুমি দুঃখ দিও ” ভিডিওতে তাকে দেখা গিয়েছে। এছাড়াও সামনে আরো কিছু বিগ বাজেটের কাজ নিয়ে আসছেন সরওয়ার জিহান।