বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেছেন- নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন এম কফিল উদ্দিন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন এম. কফিল উদ্দিন। মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যকে আরো দৃঢ় করতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। সোমবার ২০ডিসেম্বর সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলার যৌথ উদ্যোগে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের
দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের সন্তান সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সৈরেন্দ্র নাথ সেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও চট্টল শার্দূল এম এ আজিজের সন্তান সাইফুদ্দিন খালেদ বাহার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য রিপন চৌধুরী, সৈয়দ মইনুল আলম সৌরভ, ইসমাইল রুবেল, মনির আহমেদ বিজয়, মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় সম্প্রসারিত বাকলিয়া ডিসি রোড মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নামে নামকরণের জন্য চসিক’র প্রতি দাবি জানানো হয়। স্মরণ সভার আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তার কবরে দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন।