মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের এক সভা সভাপতি হাজী ফয়েজুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান এর সঞ্চালনায় গত ১৮ ডিসেম্বর এক সভা অনুষ্ঠিত হয়। এতে চলতি
সিজেকেএস ও সিডিএফএ’র আয়োজিত ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১ দল পরিচালনায় একটি ফুটবল কমিটি গঠিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে বিশিষ্ট শিল্পপতি ইউনিয়ন ইন্সুরেন্স’র
চেয়ারম্যান, মেসার্স সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সীর চেয়ারম্যান, সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ আজিজুর রহমানকে চেয়ারম্যান ও মাতৃভূমি কমিউনিটি সেন্টা’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লায়ন এ.এস.এম. হোসাইনুরজামান এম.জে.এফ কে সম্পাদক মনোনীত করা হয়। সভায় বক্তারা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১ এ মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের সফলতা কামনা করেন।