বিনোদন ডেস্ক
খুব শীগ্রই প্রকাশ পেতে যাচ্ছে জোনায়েদ খানের মৌলিক গান ‘আজ তুমি নেই’। তার কথা ও কণ্ঠে গানটির সুর ও সংগীত করেছেন তন্ময় মাহবুবুল।
এটি জোনায়েদ এর গাওয়া প্রথম কোনো গান।
গানটি নিয়ে জোনায়েদ জানান- নিজের লেখা গান প্রকাশ পেলেও এবারই প্রথম নিজের কথায় নিজে কন্ঠ দিয়েছি৷ অসাধারণ সুর করেছেন তন্ময় মাহমুদুল৷ আশা রাখছি গানটি সবার পছন্দ হবে।
জোনায়েদ খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাবে বলে জানান৷