ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক ‘মুক্তিযুদ্ধে ঝালকাঠি’ গ্রন্থের লেখক, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকার গতরাতে শহরের টিএন্ডটি সড়কের বাসায় পররোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যুদেহ ঝালকাঠি প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। টেলিভিশন সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে তার কর্মস্থল উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিঃ নীরবতা পালন করেনপৌরমেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশসহ সকল শিক্ষক, ছাত্র ছাত্রীরা । পরে ঝালকাঠি পৌরশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক, প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনও প্রবীণ সাংবাদিক শ্যামল সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।