বিনোদন ডেস্ক
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাগল তোর জন্য’ নাটকের টাইটেল গান ‘পাগল তোর জন্য’। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ৷ সুর ও সংগীত করেছেন আভরাল সাহির৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার সা রে গা মা এর শিল্পী রাহুল দত্ত ও বাংলাদেশের খেয়া ।
মাহমুদ মাহিনের পরিচালনায় ‘পাগল তোর জন্য’ নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। লেগুনা ড্রাইবার আর গার্মেন্টস কর্মীর প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয় নাটকটি। মুক্তির পর থেকে নাটকের পাশাপাশি গানটির ও ভালো সাড়া পাচ্ছেন৷ নাটক ও গানটি প্রকাশিত হয় সুলতান এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল থেকে ।