মুক্তিযুদ্ধ বিষয়ক এশিয়াটিক সোসাইটির গবেষক, লেখক, প্রকাশক এবং ৩৯টি গবেষণা গ্রন্থের প্রণেতা সাংবাদিক জামাল উদ্দিন ও আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের নামে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের রাজাকার মুন্সি মিয়ার পুত্র আমিন শরীফ কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধবন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, কবি, লেখক, সাংবাদিক, পেশাজীবি ও বুদ্ধিজীবিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, জামাল উদ্দিনের লেখা “দেয়াং পরগনার ইতিহাস” এবং “আনোয়ারা একাত্তরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ” গ্রন্থে রাজাকার মুন্সি মিয়ার নাম উল্লেখ থাকায় তার সন্তান আমিন শরীফ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি দায়ের করেন।