করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি করা হয়েছে। এই টিকার উদ্ভাবক যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়ো-এনটেক যৌথ বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে বলা হয়, করোনা প্রতিরোধী ফাইজারের তিন ডোজ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রুখে দিতে সক্ষম হবে।ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষার পর প্রাপ্ত ফলে দেখা যায়, এই টিকার দুই ডোজ নতুন ও ওমিক্রনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। তবে তৃতীয় ডোজটি (বুস্টার ডোজ) দেয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বাড়ছে ২৫ শতাংশ।সবটুকু জানতে ক্লিক করুন