দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাজী মোর্শাধসঢ়;রফ আলী প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে আগামী ১৮ ডিসেম্বর শনিবার ৩২তম আজিমুশান বিশাল সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে তরিক্বত আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার সিনিয়র আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী। প্রধান আলোচক থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা শায়খ আব্দুল মোস্তাফা রাহিম আযহারী। বিশেষ বক্তা থাকবেন মুজাহিদে মিল্লাত হযরতুলহাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ রেজভী সহ আহলে সুন্নাতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন তরিক্বতের সংগঠনের নেতৃবৃন্দ।
সুন্নি সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের সুন্নি জনতার প্রতি আহবান জানিয়েছেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদ সুন্নী সমাবেশ পরিচালনা কমিটি।