বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে গেছে চোরের দল।
গতকাল শনিবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। মসজিদের প্রবেশ দ্বারে রক্ষিত দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে যায়। ফজরের আযান দিতে আসলে মোয়াজ্জিম মাওলানা মোহাম্মদ ইয়াকুব বিষয়টি প্রথম জানতে পারেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মসজিদে সিসিটিভি ক্যামরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে।
সিসিটিভি ক্যামরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটের সময় মসজিদের ভেতরে মাংকি টুপি পরিহিত এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। ওই ব্যক্তি একটি কাপড়ের থলেতে দানের টাকা ভরতে দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন বলেন, সংঘটিত ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।