নয়ন শীল
চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলায় ডেমু ট্রেন ও বাস-অটোরিক্সার সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল সহ ২ জন নিহত হয়েছে। এসময় আরো ৬ জন গুরুতর আহত হয়েছে। শনিবার ৪ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির। তবে অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা এবং বাসটি ডেমু ট্রেনের সামনে পড়ে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। সংঘর্ষের বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ঝাউতলায় ট্রেন-বাস- অটোরিক্সার সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।