নগরের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাকিব (১৮) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কাঠগড় এলাকার হাসেম ভিলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাকিব হাসেম ভবনের নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। কিন্তু বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায়। তিনি ওই এলাকার ইমদাদুল হকের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসেম ভিলায় নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। ভবনে বিদ্যুতের সংযোগ চেক করতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।