বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে শীতে দেখা দিয়েছে বর্ষার আতঙ্ক। গর্ত ছেড়ে সারা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে সাপের দল। এমতাবস্থায় ওই গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সাপ। জানা গেছে, গত দুই মাসে গ্রামের বেশ কয়েকজনকে সাপে কেটেছে। এতে সাপ আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। খোলা মাঠে, ধান ক্ষেতে, রাস্তার ধারে গুটিসুটি মরে পড়ে আছে বিষধর সাপ। দক্ষিণ সারোয়াতলী গ্রামের বাসিন্দা মৃদুল বিশ্বাস বলেন, গত ২৭ নভেম্বর শনিবার আমার বোন মীরা আইচকে বিষধর সাপ কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। চমেক হাসপাতালে তিনদিন ভর্তি রাখতে হয়েছিল। প্রাণিবিদরা বলছেন, ওদের ক্ষতি না করলে ওরাও মানুষের ক্ষতি করে না। এই মুহুর্তে চাষিরা ক্ষেত থেকে আমন ধান তুলছেন। আর ক্ষেত-খামার, মাঠঘাট সর্পকূলের বাসস্থানের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। দক্ষিণ সারোয়াতলীর ইউপি সদস্য সুরেশ চৌধুরী বলেন, গ্রামের সাথে লাগোয়া রায়খালী খাল খননের কাজ শুরু হলে এ সাপের উপদ্রব বাড়তে থাকে। ধারণা করছি, খাল পাড়ের ঝাড় জঙ্গল পরিস্কার করায় সাপেরা বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়েছে। দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী জানান, মাস খানেক আগে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সূর্য্যয় শীলকে সাপে কেটে ছিলো। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে বলে জানিয়েছেন সূর্য্যয়দের পিতা সুজন শীল। এর আগে সূর্য্যয়দের প্রতিবেশী গণেশ শীলের স্ত্রী শুক্লা শীলকেও সাপে কাটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আজই এলাকায় খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।