৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪৪ তম বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে মোট ১ হাজার ৭১০ পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে প্রশাসন ক্যাডারে ২৫০ জন।
বয়সের ক্ষেত্রে কোনো শিথিলতা থাকছে না। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর। বয়সসীমা শিথিল না করা প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বয়স তো পিএসসির বিষয় নয়। এটা সরকারের বিষয়।
পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, যেহেতু করোনার মধ্যেও বিসিএসের সার্কুলার এসেছে এবং পরীক্ষাও হয়েছে। তাই বিসিএসের বয়সের ক্ষেত্রে শিথিলতা আনার প্রশ্নটাই অবান্তর।