ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজের এইচ এসসি ও এইচ এসসি (বিএম) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে (৩০ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়ইয়া ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক মো. আমিনুল ইসলাম এর সঞ্চচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বড়ইয়া কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান, এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক নীল কমল সানা, শ্যামল নাল, মোস্তফা কামাল, অবিনাস দাড়িয়া, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মো. রবিউল ইসলাম, নাইমা জান্নাত, জায়েদা খাতুন, ফারজানা আক্তার, রাফিন, নুসরাত জাহান প্রমূখ। উল্লেখ্য, বড়ইয়া ডিগ্রী কলেজের ২০২১ সালের এইচ এসসি ও এইচ এসসি (বিএম) ৬৫০ জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।