মিয়ানমার হতে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বাংলাদেশে প্রবেশের সময় মো. রফিক মিয়া (৩৭) নামে একজনকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে আটক করেছে বিজিবি। রবিবার ২৮ নভেম্বর ২১ ইং সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার রাতে জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় বিজিবি। এসময় আইস নিয়ে একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া দিয়ে মোঃ রফিক মিয়া (৩৭) কে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। উক্ত ঘটনায় আটককৃত মোঃ রফিক মিয়াকে আইস সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।