হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে বাস ও সিএনজি টেক্সি মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার সিএনজি টেক্সিচালক মো. সেলিম ও হামজারবাগ এলাকার মরহুম জহির আহম্মদ ড্রাইভারের পুত্র মো. জাবেদ (৩৬)।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে হাটহাজারীমুখী সিএনজি টেক্সিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি টেক্সিটি ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি টেক্সি চালকসহ এক যাত্রী মহাসড়কে পৃষ্ট হয়ে মারা যায়। আহত দুই ব্যক্তি নজুরুল ইসলাম মানিক (৩১) ও সুভাষ চন্দ্র দেকে (৫০) উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে পরে সুভাষ চন্দ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ও হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।