এম. দিদারুল আলম
১৯ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব উত্তর খিরাম আবুল ফজল এর উদ্যেগতায় অনুষ্টিত মাহফিল হাফেজ নাজিম উদ্দীনের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাউজান উত্তরের সেক্রেটারি আল্লামা ইদ্রিস আনসারী। প্রধান বক্তা ছিলেন- দমদমা নুরুল উলুম আহম্মদিয়া মাদরাসার সহকারি মাওলানা বিশিষ্ট আলোচক আল্লামা ওমর ফারুক আজমী আল হাশেমী।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার এরাবিক লেকচারার পুর্ব বাংলা পত্রিকার রাউজান-ফটিকছড়ি প্রতিনিধি সোনালী সময়ের বার্তা সম্পাদক মাওলানা মু্হাম্মদ দিদারুল আলম ক্বাদেরী, এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- নূরানীয়া হাশেমীয়া মাদরাসার সহ সুপার মাওলানা জাহেদুল আলম ক্বাদেরী, শাহ আহম্মদ উল্লাহ মাদরাসার সহ সুপার মাওলানা পারভেজ আল হাশেমী, মাওলানা রফিক উদ্দীন আনোয়ারী, হাফেজ মাওলানা নঈম উদ্দীন হাশেমী, মাওলানা, আব্দুল হামিদ আনোয়ারী । উপস্থিত ছিলেন- হাফেজ এম জাবের, হাফেজ এম, ইউনুছ, মাওলানা নাছির উদ্দীন, মু্হাম্মদ রফিক উদ্দীন, শাহাদাত, বজল আহম্মদ সওদাগর, মাহাবুবুল আলম,লোকমান উদ্দীন, খাইরুল ইসলাম প্রমুখ।
পরিশেষে আল্লামা ইদ্রিস আনসারি মাঃজিঃআ এর আখেরী মুনাজাতের মাধ্যেমে মাহফিল শেষ হয়।