চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ ঐতিহাসিক হযরত হামজা খাঁ (রহ.) শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি ২০২২-২৪ সনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মসজিদ পরিচালনার কমিটির কার্যালয়ে ভোট গ্রহণের মাধ্যমে উক্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মোবারক আলী, দৈনিক প্রভাত চট্টগ্রাম ব্যুরো প্রধান স ম জিয়াউর রহমান, মসজিদের খতিব আলহাজ্ব কাজী মুফতি জালাল উদ্দিন (ম.জি.আ), মসজিদের পেশ ইমাম মাওলানা আনসার উল্লাহ। নির্বাচনে সর্বমোট ২৪টি পদের মধ্যে সহ-সভাপতি-২, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদ সহ বাকী ২১টি পদের প্রার্থীরা বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সরাসরি প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি-২ পদে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. নুরুল ইসলাম (ইছু) ও অর্থ সম্পাদক পদে মাওলানা আবদুস ছোবাহান নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আলহাজ্ব সরোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে হাজী নুর মোহাম্মদ, সহ-সভাপতি-১ পদে আলহাজ্ব ফয়েজ আহমদ, সহ-সভাপতি-৩ পদে মো. আবু হাশেম, সহ-সভাপতি-৪ পদে মোহাম্মদ আলী, সহ-সভাপতি-৫ পদে এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে শেখ মো. গিয়াস উদ্দিন, মাদরাসা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাফর আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াছ, সদস্য পদে মো. রিজওয়ান খান, সৈয়দ হোসেন, বজল আহমদ কোম্পানি, আলী আকবর, ইউসুফ জামাল বাহাদুর, সুলতান আহম্মদ, মো. আকবর খান, মোহাম্মদ ইউনুছ, মো. আনোয়ার হোসেন, মো. মাহাবুবুল আলম ও আবদুর রহমান নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যালয়-৩ এর সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক আবদুর রহমান মিন্টু, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ও ছাদেক মাহমুদ দায়িত্বে পালন করেন। সদস্যদের ভোটপ্রয়োগ শেষে প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় কাউন্সিলর মো. মোবারক আলী ও সকল প্রার্থীদের সম্মুখে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।