1. admin@purbobangla.net : purbobangla :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইসরাইলি মন্ত্রীর টুইটকে ঘিরে তোলপাড় সীতাকুণ্ডে ৫টি চোরাই গরু ১টি পিকাপ একটি দেশী অস্ত্রসহ গ্রেফতার ৩ জন বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো সমাজসেবক মুহাম্মদ ইয়াছিন সওদাগর সংবর্ধিত বেড়েই চলছে সোনার দাম বঙ্গবন্ধু টানেলে পুলিশ-নৌবাহিনী-ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনের টোল মওকুফ দক্ষিণ হালিশহরে ২৯০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচি . ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১১ পতেঙ্গা লিংক রোডে পাজেরো গাড়ির ধাক্কায় বিদেশি নারী শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালীতে শীতকালীন শাকসবজি আবাদে ঝুঁকছে কৃষক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে শীতকালীন শাকসবজি আবাদে ব্যস্ততা বেড়েছে কৃষকের। মাঠ জুড়ে সবুজের সমারোহ। আগাম আবাদে শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। যেসব জমিতে ধান চাষ হয়নি সেই সব জমিতে হয়েছে আগাম শাক সবজির চাষ। এসব শাকসবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ, চরণদ্বীপ, জৈষ্ঠ্যপুরা, আমুচিয়া, আহলা করলডেঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলছে আমন ধান কাটা। পাশাপাশি ন্যাড়া জমিতে তৈরি করা হচ্ছে শাকসবজির বেড। এ সময় কথা হয় খরণদ্বীপ এলাকার কৃষক ঝুন্টু দে’র সাথে। তিনি ৩০ শতক জমিতে ফুলকপির চাষ করেছেন। এক-দেড় মাসের মধ্যে ফলন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। এছাড়াও ধনিয়া পাতা, লাল শাক, কপ্পি শাক, রাই শাক, মূলা শাক, পালং শাক, বাধাকপি, ফুলকপি, মূলা, স্কোয়াশ, মিষ্টিকুমড়া, লাউ, শিম, বেগুন, টমেটো, বরবটিসহ বিভিন্ন শাকসবজির চাষ করেছেন একই এলাকার কৃষক সুবল দে, রুপক দে, বিপ্লব দে ও জিকু দে। কয়েকদিনের মধ্যে সবজি বাজারে তুলতে পারবেন। শাক বিক্রি করে ইতিমধ্যে চাষের খরচ পুষিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন তারা। ৪০ শতক জমিতে স্কোয়াশ চাষ করেছেন শ্রীপুর গ্রামের যুবক মো. আকতার হোসেন। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় অন্যান্য সবজির পাশাপাশি ২৫ হাজার টাকা ব্যয়ে রোপণ করেছেন এ বিদেশি সবজি স্কোয়াশের ১৮০০ চারা। চাষী আকতার হোসেন বলেন, গত বছর অল্প কিছু জমিতে স্কোয়াশ চাষ করে ভালো ফলন পাওয়া গিয়েছিলো। এবার ব্যাপক আকারে স্কোয়াশ চাষে আগ্রহী হয়েছি। প্রায় এক ফুট লম্বা একেকটি স্কোয়াশ ২-৩ কেজি ওজনের হয়। বাজারে স্কোয়াশ ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করা হয়। বোয়ালখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে জানান, সবজি চাষীদের বিষমুক্ত ও রোগবালাই দমনে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছেন। এখনো জমিতে আমন ধান রয়ে গেছে। আমন উঠে যাওয়ার পর আরো ব্যাপকভাবে শাক সবজির চাষ হবে বোয়ালখালীতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ জানান, এবার শাকসবজি আবাদে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ১শত ৮০হেক্টর জমি। ইতিমধ্যে ৩০৪ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে শাকসবজি চাষে লক্ষ্যমাত্রা পূরণ হবে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla