মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠির নলছিটি পৌরসভা হল রুমে সেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শদা লস্করের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও অপরাজিতা নারীরা অংশগ্রহণ করে। রাজনৈতিক মূল দলে নারীদের শতকরা ৩৩ শতাংশ হারে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করার দাবী তুলে ধরেন অপরাজিতা নারী সংগঠনের নেতৃবৃন্দ। দেশের বেশির ভাগ রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেত্রী থাকার কথা থাকলেও কোন দলেই ৩৩ শতাংশ নারীদের অংশ গ্রহন নিশ্চিত করতে পারেনি। এতে নারীর ক্ষমতায়ন থেকে অনেকটা দূরে রয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিল তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ, রুপান্তরের জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান ও উপজেলা সমন্বয়ক দিপংকর মন্ডল।