নিজস্ব সংবাদদাতা, রাউজান
রাউজান উপজেলার ১০ নং গুজরা ইউনিয়নে সিকদারঘাটা এলাকার পশ্চিমে রাউজান নোয়াপাড়া সেকশান-২ সড়কের উত্তর পাশে ঝোপের মধ্যে এক অজ্ঞাত যুবতির মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশটি সুরতহালের পর উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছেন। যুবতির গলায় রক্ত আছে এবং একটি ওড়না পেঁছানো রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মহিলাটিকে রাতের কোন একসময় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. সালাউদ্দিন বলেন ‘আজ (শনিবার) সকাল পৌণে ৮টার দিকে এলাকার লোকজন সড়কের পাশে আনুমানিক ২২-২৩ বছর বয়সী এক মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি সঙ্গে সঙ্গে পোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। অজ্ঞাত মহিলার গায়ের রং পর্সা। পরনে ছিল একটি সাদা ফুটফুটে কামিজ ও ছাই রংয়ের একটি ছেলোয়ার। রাস্তার ধারে পড়ে ছিল একটি স্যান্ডেল। আমরা এখনো সুরতহাল করেনি (এরিপোর্ট লেখা পর্যন্ত)। তবে মহিলাটির গলায় একটি ওড়না পেঁছানো রয়েছে এবং গলায় রক্তের দাগ দেখা গেছে। সুরতাল হলে মহিলাটির শরীরের আর কোথায় দাগ আছে, তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় ওই যুবতিকে মেরে এখানে গাড়িতে করে এনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরিচয় পাওয়া গেলে বা তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটন হবে।’
ঘটনাস্থলে আসা পার্শ্ববর্তি ১১নম্বর পশ্চিম গুজরা ইউপির চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন ‘সংবাদ শুনে আমি ওসি আবদুল্লাহ আল হারুন ও অন্যান্যদের খবর দিই। এখনো পর্যন্ত মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি।