রাউজান সংবাদ দাতা
১৭ নভেম্বর বুধবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যেমে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানোৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা অনুষ্টিত হয়।
হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহার মিলানায়তনে হলদিয়া লোকানন্দ স্মৃতি সংঘের সভাপতি বাবু উজ্জ্বল বড়ুয়া ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি বাবু সুমন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্টানে উদ্ভোধক ছিলেন অধ্যক্ষ শান্তজ্যেতি ভিক্ষু।
এতে সভাপতিত্ব করেন বিনয়পাল মহাস্থবির, আশির্বাদক ছিলেন শাসনানন্দ মহাস্থবির, প্রধান সুগতপ্রিয় মহাস্থবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনতিষ্য মহাস্থবির, বিনয়শ্রী স্থবির,বিপুলবংশ স্থবির, দীপানন্দ স্থবির, শিলপ্রিয় স্থবির, দীপানন্দ স্থবির, শীলপ্রিয় স্থবির, এতে প্রধান ধর্মালোচক ছিলেন সুমনজ্যেতি স্থবির, এল,ধর্মরত্ন স্থবির, আদিবংশ ভিক্ষু, সুমনলংকার ভিক্ষু, প্রজ্ঞালংকার ভিক্ষু, সত্যালংকার ভিক্ষু, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যেতি ভিক্ষু, বাবু সুশীল বড়ুয়া, হলদিয়া ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত সদস্য বাবু সবুজ বড়ুয়া, বিশিষ্ট দানবীর বাবু অনুত্তর বড়ুয়া, রাহুল বড়ুয়া প্রমুখ। অনুষ্টানে উপস্থিত মহামান্য ভিক্ষু সংঘ ও সদ্ধর্ম প্রাণ প্রিয় দায়ক-দায়িকা ও উপসক-উপসিকা প্রত্যেককে হলদিয়া কুঞ্জবন বিহার উন্নয়ন কমিটির ও কুঞ্জবন বিহার উপসক-উপসিকা বৃন্ধের মঙ্গল কামনা করা হয়।
এর পর রাতে বিশেষ মনোরঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানের অয়োজনের মাধ্যেমে অনুষ্টান সমাপ্ত হয়।