ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে জেলার নলছিটি, সদর ও রাজাপুর উপজেলার ২৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিণামূল ছাগল, মুরগী, প্রিন্টার, সেলাই মেশিন ও নগদার্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সংস্থাটির নলছিটি উপজেলার মাটিভাঙ্গা কার্যালয়ের সামনে ১৮ জন প্রশিক্ষন প্রাপ্ত হতদরিদ্র উপকার ভোগি নারীর মাঝে বিণামূল্যে একটি করে মোট ১৮টি সেলাইমেশিন বিতরণ করা হয়। অপর ৩ জন হতদরিদ্রকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নগদার্থ প্রদান করা হয়। পাশাপাশি ১ জনকে দু’টি ও ২ জনকে একটি করো মোট ৪ টি ছাগল ও অসহায় এক ব্যাবসায়িকে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে একটি প্রিন্টার প্রদান করা হয়েছে। এছাড়াও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র পক্ষ থেকে নানা বিষয়ে প্রশিক্ষিত ১’শ জন বেকার ও দরিদ্র যুবক-যুবতিদের মাঝে প্রশিক্ষনের সনদপত্র বিতরণ করা হয়। এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মোজাম্মেল হক, বরিশাল বিভাগীয় প্রতিনিধি আঃ ওহাব তালুকদার, প্রভাষক মোঃ আমির হোসেন, সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু, উপকার ভোগীবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।