বিআরটিএ’র অফিসে দালালি করে কোটিপতি বনে গেছে এক ব্যাক্তি । তার নাম শাহ আলম । অথচ শাহ আলম নামক সহকারী পরিচালক রয়েছে বিআরটিএ তে আর একজন । মাঝে মধ্যে ওই দালাল শাহ আলম নিজেকে বিআরটিএ’র স্টাফও পরিচয় দিয়ে থাকেন। সুযোগ বুঝে সহকারী পরিচালক শাহ আলমের নাম ভাঙ্গিয়েও চাঁদাবাজি করে থাকে। এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে শাহ আলমের বিরুদ্ধে ।
শাহ আলমের সাথে ১৮টি মোটর সাইকেল বিক্রেতা কিংবা দোকানদারের গলায় গলায় ভাব রয়েছে । এ সব মোটর সাইকেল বিক্রেতা বিভিন্ন স্থান থেকে পুরান ও চোরাই মোটর সাইকেল গাড়ী কিনে নেয়। এসব গাড়ীর সব কাগজপত্র মোটা অংকের বিনিময়ে এই শাহ আলম দুই নাম্বারী কায়দায় ঠিক করে দেয়। বিশাল একটি চোর চক্রের পক্ষ হয়ে শাহ আলম বিআরটিএতে কাজ করে থাকে। বিআরটিএ’র কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী এই দালাল শাহ আলমকে অবৈধ সহায়তা দিয়ে থাকে।
খবর পাওয়া গেছে, নগরের বাইরেও জেলা উপজেলার শোরুম মালিক ও গ্যারেজের লোকজন ও চোর চক্রের সাথে শাহ আলমের যোগাযোগ রয়েছে। এসব শোরুম মালিকের সাথে শাহ আলমের সাথে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানার জন্য ০১৮২৩ ২৯৭৫৬৫ এই নাম্বারে শাহ আলমের বক্তব্য জানতে যোগযোগ করলে সে বলে আমি বিআরটিএ অফিস চিনি না।আপনি হয়ত ভুল নাম্বারে ফোন করেছেন।তার ব্যবহার করা নাম্বার ০১৮২৩ ২৯৭৫৬৫ এর সকল কল রের্কড শুনলে বুঝা যাবে সে কত জঘন্য কাজে লিপ্ত রয়েছে।