অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের নতুন ব্রীজ শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১,২৮০ পিস ইয়াবাসহ মোঃ রবিউল আলম (১৬) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। শুক্রবার ১২ নভেম্বর ২১ইং দুপুর ১২ঃ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মারফিয়া আফরোজ এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ শাহ আমানত সেতুর পশ্চিম পার্শ্বের এলাকায় অভিযান চালিয়ে মোঃ রবিউল আলম (১৬) কে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ১,২৮০ (এক হাজার দুইশত আশি) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আটককৃত মোঃ রবিউল আলম (১৬) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক মোঃ রবিউল আলম (১৬) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া, বটতলী, পশ্চিম ঘোনারপাড়ার আবুল খায়ের এর পুত্র।