1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
মাইজভান্ডার দরবার শরীফে ১৭তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী(স:) কনফারেন্স অনুষ্ঠিত - পূর্ব বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্র্যাকের উদ্যোগে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণ কর্মশালা সম্পন্ন লন্ডনে খালেদা জিয়া অবশেষে দেখা হলো মা-ছেলের ৬৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৈষম্যহীন নতুন বছর ২০২৫ আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে -স্বরাষ্ট্র উপদেষ্টা ২২তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের শেষ দিনে- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা রাজ ধনেশ বংশবৃদ্ধি কমে যাচ্ছে পরিবেশ ও বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না হলে উদয়ী পাকড়া ধনেশও কমব চট্টগ্রামে মাস জুড়েই ফুল উৎসব ‘ফুলের মতন আপনি ফুটাও গান’ ঢাকা, সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প অনুভূত জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’

মাইজভান্ডার দরবার শরীফে ১৭তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী(স:) কনফারেন্স অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এম.দিদারুল আলম

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মন্জিল শাহী ময়দানে ১৭তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী (স:) কনফারেন্স ২৭ রবিউল আওয়াল ৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রাসুল (স:) ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক ডক্টর. জামাল ফারুক জিবরীল মাহমুদ আল দাক্কাক,
শ্রীলঙ্কার স্বনামধন্য ইসলামিক স্কলার আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী, দক্ষিণ আফ্রিকা মসজিদে হাসনাইনের খতিব আল্লামা মুছা রেজা কাদেরী।

শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সচিব মাষ্টার শেখ মোহাম্মদ আলমগীর ও চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বালীম প্রতিনিধি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল মনছুরের যৌথ সঞ্চালনায় এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান ও ছোবাহানিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, চন্দনাইশ জামিজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, ঢাকা কাদেরীয়া তৈয়‍্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ বশির উল আলম, ইসলামিক গবেষক আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আযহারী. নারায়ণগঞ্জ জামেয়া গাউছিয়া তৈয়‍্যবিয়া তাহেরীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আল্লামা আব্দুল মোস্তফা রহিম আল আযহারী।

এ সময় বক্তারা বলেন মানব জাতির উৎকর্ষ সাধনে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মওলানা সৈয়দ আহমদ উল্লাহ প্রবর্তিত “উছুলে ছাব’য়া”বা আত্নশুদ্ধির সপ্তকর্মপদ্ধতির গুরুত্বারোপ করেন।কনফারেন্সে স্বাগত বক্ত‍ব‍্য পেশ করেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী।
পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল‍্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (স:) ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla